অবতক খবর,২৭ মার্চ : ফের অশান্ত জগদ্দল। বুধবার রাতে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় গুলিবিদ্ধ এক যুবক। আক্রান্ত সাদ্দাম নামে ওই যুবককে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে কল্যাণীর জে এন এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে কে বা কারা সাদ্দামকে গুলি মারল, তা এখনও পরিষ্কার নয়। ঘটনার তদন্তে জগদল থানা পুলিশ।
ঘটনা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, গুলির আওয়াজ শুনে তিনি বাইরে বেরিয়ে আসেন। তাঁর অভিযোগ, মেঘনা মোড়ের ১৭ নম্বর গলিতে দুই রাউন্ড এবং মেঘনা মিল গেটে আরও পাঁচ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা।
তাঁর অভিযোগ, স্থানীয় কাউন্সিলারের ছেলে নমিত সিং গুলি চালিয়েছে। তাঁর দাবি, পালাতে গিয়ে শিবমন্দির গলিতে ড্রেনের মধ্যে এক যুবক পড়ে গিয়েছিল। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাক্তন সাংসদের অভিযোগ, তাঁর পুরানো বাড়ি ১৬ নম্বর গলিতে দুটি বোমা মারা হয়েছে। একটা বোমা ফেটেছে। আরেকটি বোমা ফাটেনি।