অবতক খবর,১০ জানুয়ারি,নববারাকপুর : ফুলের সাথে গান কবিতা নিয়ে আসল গন্ধ টা নেওয়া যায় । ফুলের সাথে গান কবিতা থাকবে না সেটা তো হয় না। ফুলগান কবিতা শ্রতিনাটক সব মিলিয়ে আসল গন্ধ টা নেওয়া যায়। ফুল যেমন একসঙ্গে থাকতে দেখে অনেকে পছন্দ করে। ঠিক তেমনি পুষ্পমেলায় মানসিকতা ভাল ইতিবাচক দিকটা প্রকাশ করে নববারাকপুর পুরসভা পুষ্পমেলা থেকে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে সবাই মিলে একসাথে থাকব।
সবাই সবার পাশে থাকব। বৃহস্পতিবার সন্ধ্যায় বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে নববারাকপুর পুষ্পমেলা পরিচালন সমিতির ২৮ তম বর্ষের পুষ্পমেলা ও প্রদর্শনী তৎসহ বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানে চতুর্থ দিনে সুদৃশ্য মঞ্চে উপস্থিত থেকে কথা গুলি বলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মন্ত্রী বলেন প্রতি বছরের মতো এবছর ও নববারাকপুর পুরসভা খুব ভালো সুন্দর পুষ্পমেলার আয়োজন করেছে। আমার এবং এলাকার মানুষের সৌভাগ্য হয় দেখার। সকলে রং বেরঙের ফুল ফল দেখবেন। রাজ্যে রং বেরঙের অনেক কিছু নতুন নতুন দিক উন্মোচিত করতে পারি সচেষ্ট হবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এটাই চান।
তার দিকে থাকবেন সকলে। পুষ্পমেলায় ফুলের গন্ধ তার ঘ্রাণ অনুভব করছি। আমাদের অধিকার সংবিধানের নতুন পাতার ঘ্রাণ সেটাও যদি গ্রহন করতে পারি। তাহলে ফুলের সাথে বইয়ের একসাথে থাকাটাও সার্থক হবে বলেন মন্ত্রী। উপস্থিত ছিলেন নববারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস, পুর পারিষদ সদস্য দেবাশিষ ঘোষ প্রমুখ। মন্ত্রীর হাতে সংবিধানের ৭৫ বছর বই, উত্তরীয় পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে সন্মানিত করেন পুরপ্রধান প্রবীর সাহা।