অবতক খবর,১৯ ডিসেম্বর:ফুলঝড় মোড়ের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা। বাইকের সাথে সাইকেলের মুখোমুখি ধাক্কায় আহত তিন। আশঙ্কজনক অবস্থা একজনের,তিনজনকে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

জানা যায়, দ্রুত গতিতে একটি বাইক স্টিল পার্ক থেকে বি-ওয়ানের দিকে যাচ্ছিল। সেই বাইকে দুজন ছিল, তাদের বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর। ফুলঝড় মোড়ের কাছে এক ব্যক্তি সাইকেল নিয়ে রাস্তা পারাপার করছিল। আনুমানিক বয়স 45 বছর।

সেই সময় সজরে ধাক্কা মারে ওই বাইকটি। ছিটকে পড়ে তিনজন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় বেশ যানজট সৃষ্টি হয়।