Aabtak Khabar,28 May: স্ত্রীরোগ বিশেষজ্ঞ মৃগাঙ্কমৌলি সাহার তত্ত্বাবধানে রবিবার অস্ত্রোপচার হয় প্রৌঢ়ার। অপারেশনে বার হয় আট কেজি ওজনের একটি টিউমার। সব সময় ভার হয়ে থাকত পেট। খাওয়ার ইচ্ছে চলে গিয়েছিল। আর অল্প খেলেই পেট ভরে যেত। হুগলির সিঙ্গুরের বাসিন্দা উমা মালিকের এই সমস্যা ছিল প্রায় দু’মাস ধরে। সপ্তাহ দুই আগে থেকে শুরু হয় পেটের ব্যথা।

প্রথমে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে যান প্রৌঢ়া। তার পর সিঙ্গুরের বারুইপাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয় তাঁকে। সেখানে রবিবার অস্ত্রোপচার করে ৮ কেজি ওজনের টিউমার বার করা হল রোগিণীর যকৃৎ থেকে। জেলার প্রত্যন্ত এলাকার নার্সিংহোমে অপারেশনের পর সুস্থ রয়েছেন উমা। রোগিণীর পরিবার জানিয়েছে, প্রথমে উমাকে নিয়ে যাওয়া হয়েছিল সরকারি হাসপাতালে। পরীক্ষানিরীক্ষা করে আল্ট্রাসোনোগ্রাফি করার পরামর্শ দেন সেখানকার চিকিৎসক। আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে উমার পেটের ভিতর টিউমার রয়েছে। সেখান থেকেই এই সমস্যা। তবে তখনও রোগিণী বা তাঁর পরিবার জানতেন না, টিউমারটি ঠিক কত বড়।

ঘটনাক্রমে সিঙ্গুরের বারুইপাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয় উমাকে। স্ত্রীরোগ বিশেষজ্ঞ মৃগাঙ্কমৌলি সাহার তত্ত্বাবধানে রবিবার অস্ত্রোপচার হয় প্রৌঢ়ার। অপারেশনে বার হয় আট কেজি ওজনের একটি টিউমার। নার্সিংহোম কর্তৃপক্ষ জানান, এর আগে এক রোগীর শরীর থেকে সাড়ে সাত কেজি ওজনের একটি টিউমার অস্ত্রোপচার করে বার করা হয়েছিল।

এটি তার চেয়েও বড়। টিউমারটি ক্যানসার কি না তা পরীক্ষার জন্য বায়োপ্‌সি করতে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলে রোগিণীর পরের চিকিৎসা শুরু হবে। আপাতত তিন দিন নার্সিংহোমে বিশ্রামে থাকতে হবে উমাকে। রোগিণীর এক আত্মীয় সৌমেন কোলে বলেন, ‘‘প্রথমে বুঝতে পারিনি পিসিমার পেটে এত বড় টিউমার আছে। পরীক্ষার পর যখন ধরা পড়ল, আমরা সকলে অবাক। ডাক্তারবাবুর সঙ্গে কথা হয়েছিল। উনি তাড়াতাড়ি অস্ত্রোপচারের কথা বলেন। অস্ত্রোপচারের পর ৮ কেজির কিছু বেশি ওজনের একটি টিউমার বার করা হয়েছে। পিসিমা এখন সুস্থ আছে।’’