অবতক খবর,২৪ মার্চ: সরকার লক ডাউন ঘোষণা করেছে কিন্তু ফুটপাতবাসী, স্টেশনবাসী,গঙ্গার ঘাটে যে সমস্ত দুঃস্থরা ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করে তাদের খাদ্যের সুরাহা হবে কিভাবে,এই প্রশ্নে বীজপুর অঞ্চলের বিজেপি নেতৃবৃন্দ আলোচনায় বসেন। শেষ পর্যন্ত বিজেপি নেতা এবং বিধায়ক শুভ্রাংশু রায়ের নির্দেশে সমস্ত কর্মীরা সিদ্ধান্ত নেন যে,২৪ মার্চ-২৭ মার্চ পর্যন্ত তারা এই সমস্ত দুঃস্থ পিছিয়ে পড়া মানুষদের মধ্যে খাদ্য বিতরণ করবেন।

আজকে তার প্রাথমিক পর্যায়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন সমর দাস,পুলক দাস,সঞ্জয় গুপ্তা,সজল কর্মকার,গোরখ প্রসাদ,জগবন্ধু প্রসাদ, রাজকুমার তাঁতি এবং তাদের সঙ্গে রয়েছেন তাপস ঘোষ, বিশ্বনাথ ধর, সুশান্ত বালা।

এই প্রসঙ্গে সমর দাস এবং পুলক দাস জানান যে,তারা করোনা নিয়ন্ত্রণ বিধি মেনে নিজেরা মাস্ক পরে অন্ততপক্ষে ১ মিটার দূরত্ব রেখে একজন দুজন করে দুঃস্থদের মধ্যে এই খাদ্য প্যাকেট বিতরণ করবেন। তারা প্রায় আজ ২০০ প্যাকেট বিলি করবেন বলে জানিয়েছেন।
এছাড়াও অবস্হা ও পরিস্থিতি দেখে তারা আরো অন্যান্য প্রকল্প রচনা করবেন। অন্ততপক্ষে এই আশ্রয়হীন মানুষগুলো যেন এই করোনার পিরিয়ডে অন্তত দু’মুঠো খেয়ে বেঁচে থাকতে পারেন তার জন্য তাদের এই প্রচেষ্টা। পুলক দাস জানান,তারা চেষ্টা করছেন যে,যদি এইসমস্ত দুঃস্থ মানুষদের মাস্ক বা হাত ধোয়ার সাবান না থাকে,তাও তারা তাদের মধ্যে বন্টন করবেন।তারা বলেন, আমরা বিজেপি কর্মী একথা সত্য। কোন রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমরা এই কাজে অবতীর্ণ হয়নি। সামাজিক দায়বদ্ধতায় এবং মানুষের প্রতি দায় নিয়ে আমরা এই কাজে নেমেছি।