অবতক খবর :: শিলিগুড়ি ::৭ মে :: লকডাউনের প্রভাবে শিলিগুড়িতে বন্ধ ফুটপাত। ফলে প্রবল সমস্যায় ফুটপাতের ব্যবসায়ীরা। তার উপরে রাজ্য সরকারের কড়া নির্দেশ ফুটপাত ব্যবসায়ীদের নিয়ে।শিলিগুড়ি শহরে সবমিলিয়ে ফুটপাতের পাঁচ হাজারের মতো ব্যবসায়ী আছেন। এই সব মানুষই বর্তমানে কর্মহীন। উপরন্তুু ফুটপাতের ব্যবসায়ীদের উপর কড়া নির্দেশিকা জারী করেছে রাজ্য সরকার। তা নিয়ে আপাতত অথৈ জলে ফুটপাতের খেটে খাওয়া মানুষগুলো। কবে বসতে দেবেন সরকার জানেন না কেউই। কি ভাবে চলবে ততদিন, এই চিন্তা করেই দিন কাটছে তাদের। কেউ কেউ বিকল্প ব্যবস্থা বেছে নিয়েছেন। যারা পারেননি সাহায্য করে চেয়ে চিন্তে দিন কাটাচ্ছেন তারা। কিন্তুু এইভাবে কতদিন?আপাতত সবকিছু ভুলে এটাই তাদের একমাত্র দুশ্চিন্তা।








