পার্শ্ব শিক্ষকদের অনশন চলছে। শিক্ষকরা লড়াই চালিয়ে যাচ্ছেন। আদালত আন্দোলনের মান্যতা দিয়েছেন
ফিনিক্স পাখির গান
তমাল সাহা
শীত তো একটু একটু করে এলো–
বাতাস আসে বাতাস যায়।
আইবি-র চোখ ঘুরে বেড়ায়
অনশন পাড়ায়।
নবান্নের কাল—
পিঠে খাবার মাস
নতুন ধানে অপূর্ব সুবাস!
আর তোরা দিদিমণিরা!
রাষ্ট্রীয় কিল পিঠে খাস।
এই তো সেই অসুস্থ দিদিমণি!
আরে তোকে তো চিনি।
দেখেছিলাম কাল।
আবার কোত্থেকে ফিরে এলি?
নিয়ে এলি এই সকাল!
তোকে সাবাস!
কাল গিয়ছিলি হাসপাতালে।
ফিরে এসেছিস
কপালকুণ্ডলা নাকি!
আবার অনশন মঞ্চে জেহাদি উপবাস!
তুই কি ফিনিক্স পাখি নাকি!
আগুনের ভেতর জীবন—
প্রমাণ করে দিতে চাস
লড়াইয়ের অন্য নাম
আমরণ অনশন!