অবতক খবর,১৭ মার্চঃ ফারাক্কার শিউলি মন্ডলের তৎপরতায় সুচিকিৎসার বন্দোবস্ত হল , পায়ে দগদগে ঘা হয়ে পচন ধরা উত্তরপ্রদেশের ভবঘুরে জয়সিং যাদবের । অসুস্থ অবস্থায় তাঁদের বাড়ির দরজার সামনে বছর 24 এর ওই যুবককে ঘুমন্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় মানুষের সহযোগিতায় তিনি ফরাক্কা থানার আইসি এবং বিডিও সাহেবের দৃষ্টিগোচরে বিষয়টি আনলে , মাননীয় আইসি দেবব্রত চক্রবর্তী তড়িঘড়ি ব্যক্তিটিকে উদ্ধার করে কাছাকাছি স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ফরাক্কা বেনিয়া গ্রাম হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন সেই থানার অফিসার আশিস পোদ্দার মহাশয় কে । দ্রুত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় , হাসপাতালের স্বনামধন্য ডাক্তার সজল পন্ডিতের তৎপরতায় তড়িঘড়ি ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ বাঁধা হয় এবং ওই ব্যক্তিকে আরও চিকিৎসার জন্য জঙ্গিপুর জেলা হাসপাতালে রেফার করা হয় । আইসি দেবব্রত বাবুর মানবিক প্রচেষ্টায় ও সহযোগিতায় , সঙ্গে একজন সিভিক ভলান্টিয়ার দিয়ে অসুস্থ জয়সিং যাদবকে সুপার স্পেশালিটি জঙ্গিপুর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় । যুবকের নাম ঠিকানা নিয়ে তার দাদু অম্বিকা মাস্টারের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন স্বয়ং দেবব্রত বাবু ।প্রসঙ্গত উল্লেখ্য : এই ধরনের ব্যক্তিদের সেবা ও চিকিৎসার জন্য ফরাক্কা প্রশাসন বরাবর মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে নজর গড়ে তুলেছেন ।