অবতক খবর,২৪ অক্টোবর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি অসিত চ্যাটার্জির পরিচালনায় মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া অঞ্চলের কালুই তিন কন্যা পার্কের ফুটবল খেলার মাঠে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ একাদশ ক্লাব, পূর্ব বর্ধমান একাদশ সহ জেলা ও জেলার বাহিরের এবং মন্তেশ্বর ব্লকের বিভিন্ন প্রান্তের ৬৪ টি দল নিয়ে ১৬ আগস্ট খেলা দিবস থেকে শুভ সূচনা হওয়া এক মাস ব্যাপী ফুটবল খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই ফুটবল খেলাটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় সোমবার নবমীর বিকালে ।এই ফুটবল প্রতিযোগিতায় ফাইনাল খেলায় মুখোমুখি হয় মেমারী সোনা একাদশ ও শুশুনিয়া বাবা বুড়ো রাজ কৃষি ভান্ডার এন্ড মন্ডল এন্টারপ্রাইজ এর মধ্যে । ফাইনাল খেলায় নির্ধারিত সময় পর্যন্ত মুখোমুখি দুই দলই দুটি করে গোল করে সমতা ফিরিয়ে এনে ড্র হয়ে খেলা সমাপ্তি হয়। মেমারী সোনা একাদশ ট্রাইবেকারে শুশুনিয়া বাবা বুরোরাজ কৃষি ভান্ডার মন্ডল এন্টারপ্রাইজ দলকে ৪- ৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মেমারি সোনা একাদশ। ফাইনাল খেলাটি গোলপোস্টে বল মেরে সূচনা করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিধায়ক মদন মিত্র ও মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি অসিত চ্যাটার্জি।এই খেলার মাঠে উপস্থিত ছিলেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রাজ্যের তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা মদন মিত্র, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি সিত চ্যাটার্জি, চিত্র নায়িকা বুলবুলি পাঁজা, এস বি এস টি, চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ এলাকার বিশিষ্ট জনেরা।