অবতক খবর,২৬ সেপ্টেম্বর: ফাঁকা বাড়ির সুযোগ পেয়ে ফের দুঃসাহসিক চুরি ঘটনায় চাঞ্চল্য ছড়াল ইসলামপুর শহরের ক্ষুদিরামপল্লি এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে বাড়ির মালিক চন্দন হালদার স্বপরিবারকে নিয়ে চিকিৎসার কারণে বাইরে গিয়েছে।
বাড়ি ফাঁকার সুযোগ বুঝে ঘরের আলমারি ভেঙে প্রায় ৫ ভরি সোনার গহনা ও নগদ টাকা পয়সা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ। বুধবার সকালে বাড়িতে কাজের মাসির আসলে চুরির ঘটনাটি সামনে আসে বলে জানা গিয়েছে।
খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশ কে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।