অবতক খবর,৫ মার্চ: ফাঁকা বাড়ির সুযোগ পেয়ে মনের সুখে চুরি করে পালালো দুষ্কৃতীরা । ঘটনাটি ঘটেছে চোপড়ার গুঞ্জুরিয়াগছ এলাকায় । স্থানীয় সূত্রে জানা গেছে,
বাড়ির মালিক তরুণ দেবনাথের বাবা গত কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হন, এ কারণেই চিকিৎসার জন্য তারা সপরিবারে নবদ্বীপে গেছেন ।
ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দুষ্কৃতীরা চুরি করে চম্পট দিয়েছেন । পরিবার সূত্রে জানা যায় সোনার গহনা ও নগদ অর্থসহ লক্ষাধিক টাকারও বেশি মূল্যের সামগ্রী চুরি গেছে বলে অনুমান তাদের । জানা গেছে, এই বাড়িতেই উঠোনে বাইক রাখতেন তরুণ দেবনাথের ভাই, বুধবার সকালে বাইক নিতে সে দাদার বাড়িতে আসলে দেখতে পান বাইরে একটি কম্বল পড়ে রয়েছে, তখনই তার মনে সন্দেহ জাগলে তার স্ত্রীকে ডেকে পাঠান, তারপরই তারা জানতে পারেন চুরি যাওয়ার বিষয়টি, তৎক্ষণাৎ বাড়ির মালিক তরুণ দেবনাথ এর সাথে ফোনে যোগাযোগ করা হলে, তিনি ঘটনার খবর পেয়ে হতভম্ব হয়ে পড়েন, এ বিষয়ে খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশকে পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।