অবতক খবর,১৪ এপ্রিলঃ ফরাক্কা থানা সংলগ্ন এক আইনজীবীর অফিস থেকে ল্যাপটপ সহ বেশ কিছু সামগ্রিক চুরি হয়ে যায় বৃহস্পতিবার দুপুরে।আইনজীবীর কাছ থেকে জানা যায় সাময়িক সময়ের জন্য অফিস থেকে বাইরে বার হলে অফিস থেকে এক যুবক চুরি করে নিয়ে পালিয়ে যায়।তড়িঘড়ি থানায় খবর দেওয়া হয়, ফরাক্কা থানার পুলিশ এর তৎপরতায় ওই যুবকের খোঁজ শুরু করে।
পুলিশ খোঁজ করে জানতে পারে ওই যুবকের বাড়ি কালিয়াচক থানার চর বাবুপুর এলাকায়।ফরাক্কা থানা ও কালিয়াচক থানার যৌথ উদ্যোগে ওই যুবককে বৃহস্পতিবার রাতে গেপ্তার করে ও চুরি হওয়া সমস্ত কিছু উদ্ধার করে।পুলিশ সূত্রে জানা যায় ওই যুবকের নাম জাহাঙ্গীর শেখ বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার চর বাবুপুর এলাকায়।খুব অল্প সময়ের মধ্যে উদ্ধার হওয়ায় ফারাক্কা থানার পুলিশকে সাধুবাদ জানিয়েছেন আইনজীবী কাজল মন্ডল।শুক্রবার সকালে ওই ধৃত যুবককে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়।