অবতক খবর,১৩ ডিসেম্বর,মুর্শিদাবাদ: ফরাক্কা নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িত দিনবন্ধু হালদারকে ফাঁসি ও শুভজিত হালদারকে যাবজ্জীবন
কারাদন্ডের নির্দেশ দিল জঙ্গিপুরের অতিরুক্ত জেলা ও দায়রা আদালত।
জঙ্গিপুরের অতিরুক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অমিতাভ মুখার্জী এই সাজা ঘোষণ করেন।

উল্লেখ্য,গত ১৩ই অক্টোবর ফরাক্কার রেলকলোনী এলাকায় এক নাবালিকা তার দাদুর বাড়িতে বেড়াতে এসে খেলা করার সময় নিখোঁজ হয়ে যায়।এরপর প্রতিবেশী দিনবন্ধু হালদার নামে এক মৎসজীবির বাড়ি থেকে ওই নাবালিকার বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার হয়।

এরপর এলাকাবাসীরা দিনবন্ধু হালদারকে মারধোর করে এবং পুলিস গিয়ে তাকে উদ্ধার করে এবং গ্রেপ্তার করে।পরবর্তীতে পুলিস ধর্ষণ,গণ ধর্ষন,খুন, তথ্য প্রমাণ লোপাট ও পকসো আইনের মামলা করে।এরপর ১৯ অক্টোবর এই ঘটনায় শুভজিত হালদার নামে আরো একজনকে গ্রেপ্তার করা হয়।তার বিরুদ্ধেই একই ধারায় মামলা করা হয়।