অবতক খবর,৯ জানুয়ারি: জল্পেশ লক্ষ্মীকান্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলি বর্ষের সমাপ্তি অনুষ্ঠানের কাজ চলছে জোর কদমে। তিনদিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান। ।স্কুল মাঠেই তৈরি হচ্ছে অনুষ্ঠান মঞ্চ যার কাজ প্রায় শেষের , নতুন ভাবে সেজে উঠছে স্কুল। ইতিমধ্যেই স্কুলের মূল গেট নির্মিত হচ্ছে, গোটা স্কুল চত্বর রং করা হয়েছে, জানা গিয়েছে, ১৯৫০ সালের ১০ই জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছে জল্পেশ লক্ষ্মীকান্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়।
আগামীকাল ১০ ই জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে সূচনা করা হবে প্ল্যাটিনাম জুবিলি বর্ষ। অনুষ্ঠানের প্রথমেই থাকছে ছেলে মেয়েদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা , যার অনলাইনের মাধ্যমে ফরম ফিলাপ করেছেন অনেক ছাত্র-ছাত্রী, পাশাপাশি যে সমস্ত ছাত্র-ছাত্রী ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন আগামীকাল সাতটার মধ্যেই জল্পেশ মোড় গিয়ে যোগাযোগ করলেই অংশগ্রহণ করতে পারবেন।
এই বিষয়ে পরিচালন কমিটির সভাপতি কার্তিক চন্দ্র রায় বলেন, ৭৫ বছর বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে স্কুলের সমস্ত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ও অভিভাব ও অভিভাবিকা দের স্কুলে আসার জন্য আহ্বান জানাচ্ছি, এবং সমস্ত ময়নাগুড়ি বাসিকে জল্পেশ লক্ষীকান্ত উচ্চতর মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৭৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠানে আসার জন্য আহ্বান জানাচ্ছি, আগামী কাল থেকে আমাদের অনুষ্ঠান তিন দিন অব্দি চলবে। আগামীকাল আমাদের প্রথমে থাকছে ছেলেমেয়েদের ৪ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, এদের মধ্যে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান যারা অধিকার করবেন তাদের প্রত্যেকের হাতে ৩ হাজার ২০০০ ও ১০০০ টাকা টাকা তুলে দেওয়া হবে, পাশাপাশি থাকছে ট্রফি ও সার্টিফিকেট ,যে সমস্ত ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করবেন তাদের প্রত্যেকের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হবে।
এই বিষয়ে জল্পেশ লক্ষীকান্ত উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক গণেশ চন্দ্র সরকার বলেন কালকে প্রথমে ম্যারাথনদর প্রতিযোগিতা এরপর মূল মঞ্চের ফিতে গেলে শুভ উদ্বোধন ও অতিথিদের সম্বর্ধনা জ্ঞাপন।