অবতক খবর, কলকাতাঃ জট কেটেও কাটলো না । হিন্দু হোস্টেল ফেরত দেওয়ার দাবিতে লাগাতার আন্দোলনের জেরে অচলাবস্থা। জট কাটাতে বৈঠকে বসার আহবান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বৈঠকে উপস্থিত ছিলেন উপাচার্য অনুরাধা লোহিয়া। সমাধানসূত্র খোঁজার লক্ষ্যে বৃহস্পতিবারের বৈঠক। এদিন বৈঠকে যোগ দিতে আসার সময় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নিউটাউনে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে ছাত্রছাত্রীরা। এর পরেই তারা ধর্না প্রদর্শন শুরু করে নিউটাউন ক্যাম্পাসে।