অবতক খবর,২৬ ডিসেম্বর: প্রেমে বাধা দেওয়ায় মেয়ের বাবাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল প্রেমিক-প্রেমিকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর থানার অন্তর্গত যজ্ঞ নগর গ্রামে। ঘটনার পর স্বাভাবিকভাবেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে ওই গ্রামের গাজু শেখ এবং কুতুবা খাতুন একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ। কিন্তু তাদের এই প্রেমের সম্পর্ককে মানতে চাননি মেয়ের বাবা-মা। ইতিমধ্যে তারা মেয়ের অন্য জায়গায় সম্বন্ধ করে বিয়ে দেন। বিয়ের সাত দিনের মাথায় কষ্টমঙ্গলা করতে এলে সেই খবর পান ওই যুবতীর প্রেমিক গাজু শেখ। এরই মধ্যে হঠাৎ গাজু একটি চারচাকা গাড়ি নিয়ে হাজির হন কুতুবার বাড়িতে। এরপরই ওই গাড়িতে দুজনে পালানোর চেষ্টা করেন। বিষয়টি দেখতে পেয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে গাড়ি না থামিয়ে তারা মেয়ের বাবার উপর গাড়ি চালিয়ে চলে যায়। ঘটনায় গুরুতর আহত অবস্থায় মেয়ের বাবা কুদ্দুস শেখ কে বোলপুর হাসপাতালে নিয়ে আসা হয় তারপর বর্ধমান নিয়ে যাওয়ার সময় মৃত হয়।। ঘটনার পর মেয়ের পরিবারের তরফ থেকে মেয়েকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ওই যুবকের বিরুদ্ধে। অন্যদিকে মেয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেও নতুন জামাই এখনো শ্বশুরবাড়িতেই রয়েছেন।