অবতক খবর,৯ ডিসেম্বর: প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নিলো প্রেমিকা।ডোমজুর থানার অন্তর্গত পার্বতীপুরের ঘটনা।আব্দুর রহমান নামে ওই প্রেমিক এস এস কে এম হাসপাতালে ভর্তি।প্রেমিকা সোমাইয়া খাতুনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিলো।কিন্তু কোনো কারণে সোমাইয়াকে ব্ল্যাকমেইল করছিলো আব্দুর।গতরাতে তাকে ডেকে পাঠায় সোমাইয়া।গতরাতে বাড়ির কাছে বাগানে ডেকে নিয়ে যায়।গাছের সঙ্গে তাকে বেঁধে দেয়।চোখ ঢেকে দেয়।

এরপর ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয় পুরষাঙ্গ।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।পরিবারের লোকেরাও ঘটনার নিন্দা করেছেন।