অবতক খবর,৩ এপ্রিল:  প্রেমিকের গোপনাঙ্গ কাটার অভিযোগ উঠলো রাজারহাট মোড় এলাকায়। বুধবার সন্ধ্যায় বড়কামাত গ্রামে ঘটে ঘটনাটি। ঘটনা প্রসঙ্গে জানা যায়, এদিন আনুমানিক আটটা নাগাদ, ইব্রাহিম হক নামে যুবককে, ডেকে পাঠান সাবিনা পারভিন নামে এক গৃহবধূ।

বাড়ির পাশে ভুট্টা খেতে তার গোপনাঙ্গ কেটে পালিয়ে যায় সেই গৃহবধূ। স্থানীয়দের অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্ক স্বামী জেনে যাওয়ায়, মহিলাটি এই কর্মকাণ্ড ঘটায়। বর্তমানে স্বামী মমিনুল হককে নিয়ে পলাতক মহিলাটি। ঘটনার পর স্থানীয়রা ইব্রাহিম হককে উদ্ধার করে, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় এবং তার পরিবারের পক্ষ থেকে মহিলা ওর তার স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়। পুলিশ অভিযুক্তদের খুঁজছে।