অবতক খবর,২ অক্টোবর: বুধবার সকালে কলকাতার মানিকতলার প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রোসি হাসপাতালের ১৫০ তম বর্ষপুর্তি পালনের মাধ্যমে মহাত্মাগান্ধীর জন্মজয়ন্তী পালন করার মধ্য দিয়ে একটি সুবৃহৎ সু সসজ্জিত র্যালি আয়োজিত হলো।
উক্ত র্যালিটি প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রসি হাসপাতালের গেটে থেকে শুরু করে এপিসি রোড ধরে গিয়ে রাজাবাজার হয়ে রাজা দিনেন্দ্র রোড হয়ে পুনরায় হাসপাতালের মেইন গেটের সামনে র্যালিটি পৌঁছে যায়।
এই র্যালির প্রথম সারিতে হুইলচেয়ারে বসা অবস্থায় কুষ্ট রোগিরা ছাড়াও বহু স্কুল পড়ুয়া থেকে শুরু করে আইনজীবী, ডাক্তারবাবুরাও এই র্যালিতে অংশ গ্ৰহন করতে দেখা গেল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ আন্নামা জন জানান দীর্ঘ দিন ধরে এই হাসপাতালে সমাজের কাছে এখনোও অছ্যুৎ হিসেবে প্রচলিত কুষ্ঠ রোগীদের উন্নত মানের চিকিৎসার মাধ্যমে সমাধান করার লক্ষ্যে এগিয়ে চলেছে।