অবতক খবর,২০ মে: প্রিসাইডিং অফিসারকে চড় মারার অভিযোগ উঠল পোলিং এজেন্টদের বিরুদ্ধে কিণ্তু কেনো এমন অভিযোগ উঠল কী কারণে বা উত্তপ্ত হয়েছিল হাওড়া লিলুয়ার 176 নম্বর বুথ?জানবো সরাসরি বিস্তারিত।

হাওড়া লিলুয়ার ১৭৬ নম্বর বুথে
পিকসাইডিং অফিসারকে চড় মারার অভিযোগ উঠল। পোলিং এজেন্টদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রের খবর ভোট শুরুর আগে মারধর করা হয় ওই প্রিসাইডিং অফিসারকে। হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর কাছে অভিযোগ জানান পিসাইডিং অফিসার গৌতম মান্না।

কাঁদো কাঁদো মুখে, করজোড় হাওড়ার বিজেপি প্রার্থীর কাছে অভিযোগ জানালেন প্রিসাইডিং অফিসার গৌতম মান্না। জানা যায়
হাওড়া লিলুয়ার ১৭৬ নম্বর বুথে ভোট শুরু হওয়ার আগেই প্রিসাইডিং অফিসারের সাথে শুরু হয় গোলযোগ জানা যায় এর পরেই তাকে মারধরের অভিযোগ পোলিং এজেন্টদের বিরুদ্ধে।

এই ঘটনার রিপোর্ট চান নির্বাচন কমিশন। এবং এই রিপোর্ট চাওয়ার পরে প্রিসাইডিং অফিসার কে সরিয়ে দেয় কমিশন। এই বিষয়ে গৌতম মান্না ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন ‘এইখানে একটাই দল, আমাকে মারা হল আবার আমাকে সরানো হল স্থানীয় সূত্রের খবর প্রায় ৩ ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।এবং বুথে শুরু হয় ভোটগ্রহণ।