অবতক খবর , সৌম্য , পূর্ব মেদিনীপুর :- আসন্ন বিধানসভা নির্বাচনে সমস্ত রাজনৈতিক দল গুলির পাখির চোখ নন্দীগ্রাম।কেননাএই নন্দীগ্রামেই তৃণমূল এর প্রার্থী হিসেবে দাঁড়ানোর কথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীর। প্রথম থেকেই সিপিআই এখানে প্রার্থী দিয়ে আসছিলো।
এই প্রথম বার সিপিআই প্রার্থী না দিয়ে সিট্ ছেড়ে দিলো আব্বাস সিদ্দিকীর দলকে। এই নিয়ে নন্দীগ্রাম এর রাজনৈতিক সমীকরণ জটিল। প্রার্থী তালিকা ঘোষণার কথা শুক্রবার।
কিন্তু তার পূর্বেই মুখ্যমন্ত্রীর নাম এ দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে নন্দীগ্রাম এ। শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।