অবতক খবর,৫ এপ্রিল: প্রার্থীকে কাছে পেয়ে পানীয় জলের সমস্যা থেকে শুরু করে রাস্তার সমস্যা তুলে ধরলেন এলাকার মানুষজন। যাদবপুর লোকসভার তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। শুক্রবার বৃন্দাখালি পঞ্চায়েত এলাকায় গাড়ি করে প্রচারে বের হন। মাঝপুকুরে প্রার্থীর গাড়ি গেলে সমস্যা নিয়ে মানুষজন প্রার্থীর কাছে অভিযোগ করেন। ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার। প্রার্থী বলেন,সমস্যা থাকলে বলবে না। মানুষ বিশ্বাস করে বলছে আমাদের। তৃণমূল জলের লাইন বসিয়েছে, রাস্তা সারাই করেছে আর বিজেপি, সিপিএম কেউ করবে না।