অবতক খবর,২ এপ্রিল,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: মা রক্ষাকালীর মন্তেশ্বর
গ্রামের প্রাচীন শতাব্দীর পূজা।
জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এই পুজোয় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যোগদান করে। পুজোর পুরোহিত উত্তম চক্রবর্তী, অপূর্ব পাঠক, স্বপন চ্যাটার্জিরা
জানান মা রক্ষা কালীর পূজা প্রত্যেক বছর চৈত্র মাসের শুক্লাপক্ষের মঙ্গলবারে অনুষ্ঠিত হয়।এই পূজা এই বছর প্রায় ৩০০ বছরে পদার্পণ করে। কথিত আছে ,প্রায় ৩০০ বছর আগে মন্তেশ্বর গ্রাম সহ এই এলাকায় বিভিন্ন রোগ বা বেধিতে আক্রান্ত হয় বহু মানুষজন তার ফলে অনেক মানুষজন মারা যায়। এইসবের হাত থেকে বাঁচার জন্য এই এলাকার মানুষজন সিদ্ধান্ত নিয়ে মন্তেশ্বরের ধাওড়া পাড়ায় কালিতলায় মা রক্ষাকালী দেবী কে প্রতিষ্ঠা করে পূজা করেন ।

সেই থেকেই
প্রায় ৩০০ বছরের মা রক্ষা কালীমাতা দেবীর পূজা চৈত্র মাসের শুক্লপক্ষে যে মঙ্গলবার পড়ে, সেই মঙ্গলবার থেকে আজ পর্যন্ত এই পুজো হয়ে আসছে। তাই প্রত্যেক বছরের মতন আজ হোম যজ্ঞ, আরতী ও পুজো অর্চনার মাধ্যমে মহাধুম ধামের সহিত মা রক্ষা কালী দেবীর পূজা অনুষ্ঠিত হয়। মা রক্ষা কালী পূজা উপলক্ষে রক্ষাকালীর মন্দির প্রাঙ্গনে উপচে পড়া ভিড় দেখা যায়। পূজা উদ্যোক্তাদের দাবি প্রায় ৩০০ বছরের এই মা রক্ষা কালী দেবী ভীষণ জাগ্রত। মায়ের কাছে কেউ মানত করলে অনেক রোগ সম্পূর্ণভাবে সেরে যায়।তাই আজ পুজোরদিন ঠাকুর তলায় দুর দুরন্ত থেকে বহু মহিলা সহ মানুষজন এসে সারাদিন উপবাস করে দন্ডিখেটে , মাথায় মালসা নিয়ে ধুনো পোড়ান মা রক্ষা কালীর কাছে । তারপর পুজো শেষ হওয়ার পর, সেই প্রসাদ গ্রহন করে। আশপাশে গ্রামের সহ এলাকার দলমত নির্বিশেষে বহু মানুষজনের ভির হয়ে একটি মিলন ক্ষেত্র তৈরি হয় বলে জানান এলাকাবাসী। পূজার এই দিন এই এলাকার মানুষজন আনন্দ উৎসাহের সঙ্গে দিন কাটায় বলে জানা যায়।