অবতক খবর,২৭ ডিসেম্বর,অভিষেক দাস,মালদা:- আবারো বড়সড় সাফল্য মালদা জেলা পুলিশের। বিভিন্ন সময়ে চুরি যাওয়া মোবাইল ফোন তিন মাসের ব্যবধানে প্রায় ১৯১টি মোবাইল উদ্ধারের পর প্রকৃত মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ। শুক্রবার দুপুরে মালদার পুলিশ সুপার অফিসের প্রত্যার্পণ নামক একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মোবাইল ফিরিয়ে দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়।
মালদা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের মূলত উদ্যোগেই এদিন ১৯১ জন প্রকৃত মালিকদের হাতেই মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিন পুলিশ সুপারের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্তারা।
পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, আজকের দিনে মোবাইল হচ্ছে মানুষের কাছে একটা সম্পত্তি । প্রত্যেকের মোবাইলে কিছু না কিছু নতুন ও পুরনো মেমোরি থাকে। অথচ সেই মোবাইল যদি কোনরকম ভাবে চুরি হয় বা হারিয়ে যায় তাতে ব্যবহারকারীদের মন তো খারাপ হবেই।
গত সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে বিভিন্ন থানাতে মোবাইল চুরি ও হারিয়ে যাওয়ার নানান অভিযোগ দায়ের হয়েছিল । সেই পরিপ্রেক্ষিতে তদন্ত নেমে বিভিন্ন থানার পুলিশ অফিসারেরা চুরি যাওয়া মোবাইলগুলি উদ্ধার করেছেন। এদিন ১৯১ জনকে উদ্ধার হওয়া বিভিন্ন এন্ড্রয়েড সেট ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে বেশি মোবাইল উদ্ধার হয়েছে ইংরেজবাজার এবং চাচোল থানা এলাকা থেকে। আগামীতেও আরো ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব।