অবতক খবর,৯ ডিসেম্বর,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান: মন্তেশ্বর ব্লকের বাঘাসন গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখের
উদ্যোগে বাঘাসন ফুটবল
খেলার মাঠে জেলার বিভিন্ন প্রান্তের ১৬ টি ফুটবল দলের টিম নিয়ে প্রায় দুই মাস ব্যাপীচলাএকটি সুবন্ধনকাপ নক আউট ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
১৬টি দলের ফুটবল প্রতিযোগিতায় শুভ উদ্বোধনে আজ প্রথম দিনের প্রথম খেলা হয় কাটোয়ার সরগ্রাম গ্রাম পঞ্চায়েত একাদশ বনাম জামালপুরের জৌগ্রাম ফুটবল একাদশ। সম্প্রীতির বার্তা বহন করে শান্তির প্রতীক সাদা পয়রা উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, ও এলাকার বিশিষ্ট শিক্ষক শশধর অধিকারী।
এই ফুটবল প্রতিযোগিতা খেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, তৃণমূল কংগ্রেসের মন্তেশ্বর ব্লক সভাপতি কুমারজিত পান, মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস পাত্র, বাঘাসন গ্রাম পঞ্চায়েতের প্রধান রমা মালিক, উপপ্রধান সব্যসাচী দাঁ, এলাকার বিশিষ্ট শিক্ষক শশধর অধিকারী সহ মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা খেলার উদ্যোক্তা আহমেদ হোসেন শেখ জানান এলাকার যুব সমাজকে আরোও মাঠ মুখী করার লক্ষ্যে, তাদের উৎসাহ সহ এলাকার যুবকরা সৌহার্দ্য ভ্রাতৃত্ব বজায় রেখে যুব সমাজ মাঠ মুখি হয় তার জন্যই এই খেলার মূল লক্ষ্য।
আজকের এই উদ্বোধনের ফুটবল প্রতিযোগিতা খেলায় কাটোয়ার সরগ্রাম গ্রাম পঞ্চায়েত ফুটবল একাদশ, জৌগ্রাম একাদশকে ৫-১ গোলে হারিয়ে জয়ী হয় সরগ্রাম গ্রাম পঞ্চায়েত ফুটবল একাদশ। এই খেলাটাই চলবে আগামী জানুয়ারি ২০তারিখ পর্যন্ত।
এই খেলার প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা ও একটি ট্রফি, এবং দ্বিতীয় পুরস্কার ৪০ হাজার টাকা, একটি ট্রফি বলে জানাযায়