অবতক খবর,২৩ নভেম্বর,মালদা:- এক দুই বছর নয়, প্রায় কুড়ি বছর ধরে বাড়ির সামনেই শিকলে বাধা যুবক। সেই শিকলের চাপে দগদগে ঘা হয়ে গিয়েছে পায়ে। অর্থের অভাবে ছেলের চিকিৎসা করাতে পারছেন না পরিবার। তাই প্রায় কুড়ি বছর ধরে শিকল বাধা অবস্থায় বাড়ির সামনেই পড়ে রয়েছে ২৮ বছর বয়সী এক যুবক। পুরাতন মালদা ব্লকের মুচিয়া এলাকার ঘটনা।

সামনেই ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার, সীমান্ত ভেসে বয়ে চলেছে মহানন্দা নদী, তারই পাসে নদীর ধারে শেকল দিয়ে বন্দি এক যুবক। সে মানসিক ভারসাম্যহীন। সীমান্তবর্তী এলাকার বাসিন্দা বাড়ির সামনেই সীমান্ত অসহায় পরিবার চিকিৎসা না করাতে পেরে কার্যত ওই যুবককে শিকল দিয়ে বন্দী করে রেখেছে। কার্যত বিনা চিকিৎসায় বছরের পর বছর ধরে এই ভাবেই বন্দী হয়ে রয়েছে ওই যুবক। ডিজিটাল ইন্ডিয়ার যুগে এই মধ্যযুগীয় ঘটনা।পুরাতন মালদার ব্লকের মুচিয়ার গ্রামের ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।