অবতক খবর,২৮ মার্চ: বাবা মা এর বকাবকিতে অভিমান করে গত 2 জানুয়ারি 2024 তারিখ বাড়ি থেকে বেরিয়ে যায় জগদ্দলের মন্ডলপাড়া অবন্তীপুর এলাকার 12 বছরের বালিকা মন্ডলপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।বহু খোঁজাখুজির পর শেষ পর্যন্ত নাবালিকার বাবা রানা ধর ভাটপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন।
কিন্তু নিজেদের মেয়ের কোন খোঁজ না পাওয়ার ফলে গভীর দুশচিন্তায় পড়ে যায় ধর পরিবার। তাদের আশঙ্কা ছিল কেউ বা কারা ঐ বালিকা কে ফুঁসলিয়ে আটকে রেখেছে।এরপর গত 8 জানুয়ারি এই খবর সম্প্রচারিত হওয়ার পর নড়েচড়ে বসে ভাটপাড়া থানার পুলিশ।
কখনো বিহারে কখনো অন্য ভিনরাজ্যে খোঁজ শুরু করে ভাটপাড়া থানার পুলিশ।অবশেষে বুধবার রাতে বিধাননগর স্টেশন থেকে উদ্ধার করা হয় নাবালিকাকে। এছাড়াও রাজারহাট থেকে বাপ্পা দেবনাথ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।তার বিরুদ্ধে অপহরনের মামলা রুজু করেছে পুলিশ।