অবতক খবর,২ এপ্রিল : প্রাক্তন সাংসদ অর্জুন সিং-এর গ্রেফতারি পরোয়ানা নিয়ে মুখ খুললেন জগদ্দল এর বিধায়ক সোমনাথ শ্যাম। আজকের দিনে তৃণমূল নেতা বিকাশ বসু খুন হয়েছিল। তার মৃত্যু দিনে অর্জনের গ্রেফতারি পরোয়ানা। এটা তার প্রতি শ্রদ্ধাঞ্জলি হলো।
বিকাশ বসুর হত্যাকাণ্ডের ফাইল আমি আবার খুলেছি, প্রমাণ করে দেবো বিকাশ বসুর হত্যাকাণ্ডে অর্জুন সিং এর হাত ছিল। জগৎদলে যত খুন হয়েছে তার পেছনে একটা লোকেরই হাত অর্জুন সিং এর। একটা ওয়ারেন্ট বেরোলো এরপরে আরো একের পর এক বেরোতে থাকবে।
ওকে জেলে ঢোকাবই। আমি প্রমাণ করে দিয়েছি। অর্জুন সিং নিজে হাতে গুলি চালিয়েছে। অর্জুন সিং এর গ্রেপ্তারি নিশ্চিত। ভাটপাড়া কো-অপারেটিভ ব্যাংক এরপর ভাটপাড়া পৌরসভা। ওকে জেলে শেষ জীবনটা কাটাতে হবে এমনটাই দাবি জগৎদলের বিধায়ক সোমনাথ শ্যামের।