অবতক খবর,২৭ ডিসেম্বর: দাঙ্গা লাগানোর উদ্দেশ্যে সংবাদ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর নামে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করলেন ভাটপাড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিমন্যু তেওয়ারি।
গতকাল সংবাদ মাধ্যমে অর্জুন সিং বলেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদিদের সঙ্গে হাত মিলিয়েছেন।সেকারণেই তার এই অভিযোগ। এবিষয়ে আগামী ৩০ ডিসেম্বর অর্জুন সিং কে জগদ্দল থানার ডেকে তার বক্তব্যের ব্যখ্যা চাওয়া হবে। সদুত্তর না পাওয়া গেলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।