অবতক খবর,২৫ ডিসেম্বর: প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ি ৯৮ তম জন্ম দিবস পালন করা হলো নৈহাটি গৌরীপুরে বিজেপির নৈহাটি মন্ডল একের পক্ষ থেকে। বহুদিন ধরে অটলজির জন্মদিন কে সামনে রেখে সুশাসন দিবস পালন করে আসছে বিজেপি। এই অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিজেপির কার্যকর্তাগন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাকপুর সাংগঠনিক জেলাবিজেপির সাধারণ সম্পাদক রূপক মিত্র, সহ-সভাপতি বিনোড গন্ড, নৈহাটি মন্ডল বিজেপি একের সভাপতি রবীন্দ্রনাথ সাউ সহ বিজেপির নেতৃবৃন্দ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রূপক মিত্র জানান অটলজির আদর্শনুসারে সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস কে সঙ্গে নিয়ে আগামী দিনের দল চলবে বলে জানান।