অবতক খবর,২৭ এপ্রিল: কয়েকদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়। আজ বিকেলে জগদ্দলের মজদুর ভবনে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের কাউগাছি-১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপ-প্রধান খগেন্দ্রলাল বড়ুয়া ও জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সহ-সভাপতি সুমন চক্রবর্তী।
তাছাড়া ষাটের বেশি মহিলা কর্মী এদিন বিজেপিতে যোগ দিলেন। বিজেপি প্রার্থী অর্জুন সিং দাবি করলেন, আগামীদিনে ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে চোর বিধায়ক, চোর কাউন্সিলর, চোর পঞ্চায়েত সদস্য বাদে সবাই বিজেপিতে যোগ দেবেন।