অবতক খবর,৫ মে: আজ কাঁচরাপাড়া ১৪ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং কাঁচরাপাড়া পান্নালাল স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তণ সভাপতি নির্মল তপাদারের তত্ত্বাবধানে প্রায় ২৫০ জন মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হল। আজ যেহেতু এই উদ্যোগের প্রথম দিন সে কারণে আজ এই ২৫০ জন মানুষের জন্য ডিম ভাত রান্না করা হয়েছিল।

এমনই জানান ক্লাবের সদস্যরা। এ প্রসঙ্গে নির্মল বাবু বলেন, মানুষকে খাওয়ানোর এই উদ্যোগ আমরা আজ থেকে শুরু করেছি এবং আমরা ঠিক করেছি দশ দিন এভাবেই মানুষের মুখে অন্ন তুলে দেওয়া হবে। প্রতিদিনই প্রায় ২৫০ জন মত মানুষ খাবেন। অন্যদিকে আমরা সিদ্ধান্ত নিয়েছি মূলত ১৪ নম্বর ওয়ার্ডের মানুষকে আমরা খাওয়াবো।

কিন্তু আমাদের প্রতিবেশী ওয়ার্ড ১৩ এবং ১৫ নম্বর ওয়ার্ডের কিছু মানুষের মুখে অন্ন তুলে দেব।‌ ক্লাবের সদস্যরা রান্না করছেন, বাইরের কোন লোক রান্নার জন্য রাখা হয়নি। রান্নার কাজে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সোশ্যাল ডিস্ট্যান্সিং মেইনটেন করা হচ্ছে।