অবতক খবর,১৫ ফেব্রুয়ারি,পশ্চিম মেদিনীপুর: প্রশাসনের অকর্মন্যাতা মানুষ দেখে ফেলবে মানুষ! খড়গপুরে তাই সন্দেষ খালিতে কাওকে যেতে দিচ্ছে না খড়গপুরে বললেন দিলীপ ঘোষ। কিন্তু এটা বেশিদিন চলবে না, গণতান্ত্রিক দেশ! গণতন্ত্র এ কাউকে রোখা যায় না। কেন্দ্রীয় প্রতিনিধি যাবে আসবে ওখানে দেখতে। জায়গাটাও এমন একটা জায়গায় নদী পার হয়ে যেতে হয়, তাই সবাই যেতেও পারে না অনেক সময়। নির্বাচন হলেই পশ্চিমবাংলায় মানুষের মৃত্যু ঘটে! তাই লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশন বাংলার জন্য বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী চেয়েছেন।