প্রভাবশালী এক বিধায়ককে দামি গাড়ি উপহার দিয়েছিলেন সন্দেশখালির শাহজাহান শেখ।
তাঁর বিরুদ্ধে চার্জশিটে এমনটাই দাবি করল ইডির ওই বিধায়ককে ‘হাতে রাখতেই
দামি দামি উপহার দিতেন শাহাজান ।এর মাধ্যমে তিনি তার প্রতিপত্তি বজায় রাখতেন বলে জানা যায় ।
তবে ইডি তদন্ত করে জানতে পেরেছে, উপহারের এই গাড়িটি কেনা হয়েছিল অন্য এক ব্যক্তির নামে।
জানা যায় , গাড়ির নথিতে নাম রয়েছে বিএন ঘোষের।শাহজাহানের মামলায় ইডি আগেও একাধিক বার দাবি করেছে, সন্দেশখালিতে ত্রাসের রাজত্ব তৈরি করে ফেলেছিলেন শাহজাহান। তার বিরুদ্ধে অভিযোগ ছিল একাধিক জমি দখল থেকে শুরু করে ,গ্রামবাসীদের উপর অত্যাচার,কোনও কিছুতেই বাঁধ ছিলনা তার ।ইডির দাবি, সন্দেশখালিতে একাই ‘রাজত্ব’ করতেন শাহজাহান।কোনও মন্ত্রী, বিধায়ক বা সাংসদের প্রভাব সেখানে খাটত না।মনকি, ভুয়ো ব্যবসায়ী বানিয়ে মাছ বিক্রি করতেন শাহজাহান।এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে ।
সূত্রের খবর ,শাহজাহানের মামলায় এখনও পর্যন্ত ২৬১ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি।তা ছাড়াও তার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস পেয়েছে বলে সূত্রের খবর|
রেশন ‘দুর্নীতি’ মামলার তদন্তে গ্রেফতার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিকের সূত্রে প্রথম প্রকাশ্যে আসে শাহজাহানের নাম। ইডি তাঁর বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল। কিন্তু তাঁর ঘনিষ্ঠেরা কেন্দ্রীয় আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখান। আক্রান্তও হন ইডি আধিকারিকেরা। এর পর থেকে দীর্ঘ দিন শাহজাহান নিখোঁজ ছিলেন। পরে রাজ্য পুলিশ তাঁকে গ্রেফতার করে তুলে দেয় কেন্দ্রীয় সংস্থার হাতে। বর্তমানে শাহজাহান রয়েছেন জেল হেফাজতে।