অবতক খবর,১৫ মার্চ: লোকসভার নির্বাচন দোরগোড়ায় চলে আসায় নৈহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দুয়ারে সরকারের ক্যাম্পে ৬০ বছর উর্ধ্বে প্রবীণ নাগরিকরা বয়স্ক ভাতা ও বিধবা ভাতার জন্য দরখাস্ত করে না পাওয়ার মুশকিল আসান করতে আসরে নামলেন রাজ্যের মন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক।

শুক্রবার নৈহাটি ঐকতান মঞ্চ থেকে মন্ত্রী ঘোষণা করেন যে সকল প্রবীনদের বার্ধক্য ,বিধবা ভাতা এখনোও পর্যন্ত পাননি তাদের নৈহাটি পৌরসভার পৌরপ্রধানের তহবিল থেকে শ্রদ্ধাঞ্জলি প্রকল্প নামাঙ্কিত ১৯৫৫ জন কে সাময়িকভাবে এপ্রিল মাস থেকে উপভোক্তাদের ব্যাংকে ৫০০ টাকা করে দেওয়া হবে যতদিন পর্যন্ত সরকারি ভাবে বার্ধক্যভাতা বা বিধবাভাতা না পাওয়া পর্যন্ত ।

মন্ত্রীর এই ঘোষণায় যথেষ্ট উপস্থিত উপভোক্তাদের মধ্যে আপ্লুত হতে দেখা যায় ।