অবতক খবর,১৪ সেপ্টেম্বরঃ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদলি হয়ে অন্য স্কুলে চলে যেতে পারেন এমন আশঙ্কা থেকে প্রধান শিক্ষকের বদলির প্রতিবাদে স্কুলের সামনে প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখালো স্কুলেরই ক্ষুদে পড়ুয়া ও অভিভাবকেরা। উত্তর ২৪ পরগণার বনগাঁ ব্লকের রঘুনাথপুর এফ পি বিদ্যালয়ে ঘটনা।
জানাগিয়েছে, ২০১২ সালে স্কুলের ভার প্রাপ্ত প্রধান শিক্ষ হন তিনি। বিক্ষোভকারী অভিভাবকদের দাবি, সোমনাথ বাবু স্কুলের দায়ীত্ব নেওয়ার পর স্কুলের আমুল পরিবর্তন হয়েছে। নিজের সন্তানের মত স্নেহে পড়ুয়াদের খেয়াল রাখেন। ফলে কোন মতেই তারা স্কুল ছেড়ে সোমনাথ বাবুকে অন্যস্কুলে যেতে দেবেন না। তারা চাইছেন এই স্কুলেই প্রধান শিক্ষক হয়ে থেকে যাক সোমনাথ মুণ্ডা।
তাদের দাবি লিপিবদ্ধ ভাবে গ্রামের ৭৭১ জন সাক্ষর করে স্কুল পরিদর্শকের কাছে জমা দিচ্ছেন।
সোমনাথ বাবু বলেন, স্কুলের প্রতিটা পড়ুয়াই আমার সন্তান সমুহ। আমি অন্তরিক ভাবে চাই এই স্কুলথেকে না যেতে।
কিন্তু সরকারি নির্দেশিকা আসলে সে ব্যাপারে ভাবার বিষয় আছে।