অবতক খবর,১২ এপ্রিল: প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আজ সাংবাদিক বৈঠকে তিনি বলেন প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে লড়াই না করে তিনি দুর্নীতির সঙ্গে আপোষ করছে ন। তিনি দুর্নীতির সঙ্গে আপোষ করে চলেছেন বলেই আজ ভারতবর্ষে দুর্নীতি নামক বিষয়টা এইভাবে প্রকাশ পাচ্ছে।

অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন মোদি জি নিজে দুর্নীতির সঙ্গে যুক্ত, ইলেক্ট্রোলার বন্ড তার প্রমাণ। অধীর বলেন আমরা এই বন্দে কি দেখলাম ৪ লক্ষ কোটি টাকা ভারতীয় সম্পদ কয়েকটা ব্যক্তি হাতে তুলে দেয়া হয়েছে। তাতে দেখা যাচ্ছে সেই সমস্ত কোম্পানিগুলো মোদীজি কে চাঁদা দিচ্ছে। অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন ইলেক্টোরোলার বন্ডের মতো দুর্নীতি ভারতবর্ষে আর কোন সরকার করেনি। তিনি বলেন তোলাবাজদের মত যেভাবে টাকা তোলা হয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরলতম ঘটনা। তিনি আরো চ্যালেঞ্জ করে বলেন প্রধানমন্ত্রী ফান্ড ভারতবর্ষে মোদির নেতৃত্বে আর একটা দুর্নীতির অঙ্গ বললেন অধীর রঞ্জন চৌধুরী।

অধীর বলে ইলেক্টোরাল বন্ড এবং প্রাইম মিনিস্টার ফান্ড এই দুটোর মধ্যে দিয়ে মোদী এবং বিজেপি দল লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করেছে, তিনি বলেন আজ নয় কাল তা প্রমাণ হবে। অধীর বলেন ছোট্ট একটা সুপ্রিম কোর্টের ধাক্কাতে কি হয়ে গেল দেখতে পেলেন না। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনারা কি কেউ জানতেন বিজেপি পার্টি ভয় দেখিয়ে টাকা আদায় করে। যে কোম্পানির কাছ থেকে চাঁদা নিচ্ছে সেই কোম্পানির কাছে সাত দিন আগে ইডি,সিবিআই গিয়েছে তারপর সেই কোম্পানি বিজেপির ফান্ডে চাঁদা দিচ্ছে।

চাঁদা দেয়ার পর সে কাজ পাচ্ছে। অধীর বলেন এক অদ্ভুত পদ্ধতির মধ্য দিয়ে বিজেপি পার্টি প্রথমে মানুষকে ইডি সিবিআই দিয়ে ভয় দেখাচ্ছে তারপর চাঁদা সংগ্রহ করছে। তিনি বলেন এগুলি আমরা জানতাম না কি করে জানলাম ।সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতির হস্তক্ষেপে। অধীর বলেন ঠিক একই রকম দুর্নীতির জাগা প্রাইম মিনিস্টার ফান্ড, এখানে কে চাঁদা দিচ্ছে কত দিচ্ছে কেউ জানতে পারবে না শুধু প্রধানমন্ত্রী ছাড়া আর কারো জানার অধিকার নাই।