অবতক খবর,৩০ এপ্রিলঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ১০০তম মন কি বাত পর্ব এর অনুষ্ঠানের আয়োজন করা হয় নিউটাউন গৌরাঙ্গনগর এলাকায়। এই অনুষ্ঠানে অংশ নেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। রাজারহাট নিউটাউন বিজেপির মন্ডল ৩ এর পক্ষ থেকে মন কি বাত শোনার ব্যবস্থা করা। স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মী সামর্থকরা ভিড় জমান মন কি বাত শোনার জন্য।
অনুষ্ঠানের পর সেখানকার একটি দেওয়ালে পদ্ম ফুলের ছবি আঁকেন তিনি। আসন্ন পঞ্চায়েত ভোটে বিজেপির প্রস্তুতির বার্তা দিতেই পদ্মফুল আঁকেন দিলীপ ঘোষ।