অবতক খবর,১৪ মে: প্রধানমন্ত্রীকে নিয়ে নতুন` রচনা`হুগলির তৃণমূল প্রার্থীর! বললেন, মোদির সঙ্গে তিনি সহমত
লোকসভায় প্রার্থী হবার পর থেকে বিভিন্ন চর্চায় রয়েছেন তিনি।
এবার দেশের প্রধান মন্ত্রীকে নিয়ে রচনা তৈরী করলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।
কী কারণে তিনি প্রধান মন্ত্রীর সাথে সহমত হলেন জানবো বিস্তারিত!
লোকসভা প্রার্থী হবার পর থেকেই বিভিন্ন রচনা তৈরী করে চর্চায় রয়েছেন তিনি। এবার দেশের প্রধান মন্ত্রীকে নিয়ে ‘রচনা’ তৈরী করলেন হুগলির তৃণমূলের প্রার্থী রচনা বন্দোপাধ্যায়।
মাতৃ দিবস নিয়ে মোদির মন্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করলেন,” একদম ঠিক কথা বলেছেন
প্রধান মন্ত্রী।”
রবিবার হুগলির চুঁচুড়া এবং ভোট প্রচারে এসেছিলেন প্রধান মন্ত্রী মোদী। চুঁচুড়ায় জনসভা থেকে মোদী বলেন, পশ্চিমি সংস্কৃতিতে আজ মাতৃ দিবস। কিন্তু আমরা বছরের প্রত্যেক দিন মাতৃ আরাধনা করি। ভারত মাতার পুজো করি ” সেই প্রসঙ্গেই মোদির সঙ্গে সহমত প্রকাশ করলেন তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ” তিনি বললেন প্রধান মন্ত্রী একদম ঠিক কথা বলেছেন। আমরা ভারত মাতার পূজা করি আজ আন্তর্জাতিক মাতৃ দিবস। আমরা দুর্গামা,
কালীমা -পুজো করি। একদম সঠিক কথা। ভালো কথা বলেছেন উনি। ”
মাতৃ দিবস প্রসঙ্গে এক সুরে কথা বললে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প নিয়ে নিশানা করেন হুগলি তৃণমূল প্রার্থী।
তিনি বলেন ভোট মিটে গেলেই
সব প্রকল্প গুলি হারিয়ে যাবে
সেই প্রকল্প গুলি আর খুঁজে পাওয়া যাবে না।
তবে পাণ্ডুয়াতে বোমা বিস্ফোরনের কিশোরের মৃত্যু নিয়ে প্রধান মন্ত্রী রবিবার চুঁচুড়াতে যে কটাক্ষ করেছেন সেই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চান নি রচনা।
রবিবার সকাল থেকে সিঙ্গুরে রয়েছেন রচনা। তাই মাতৃ দিবসে ছেলের সঙ্গে সময় কাটাতে না পাড়ায় আক্ষেপ প্রকাশ করেছেন ছোট পর্দার দিদি নম্বর ওয়ান”তিনি বলেন আজকে ছেলের সাথে থাকতে পারলাম না। সকাল থেকে সিঙ্গুরে আছি।
তবে সন্ধ্যে বেলা থাকব। কাজটা প্রাধান্য পায় আমার কাছে।
মা তো মা মা কে নিয়ে কিছু বলার নেই। সব মায়ের জন্য রইল ভালো বাসা।