অবতক খবর,৬ জানুয়ারি: এলাকাবাসীর সুস্থতা কামনায় ও রাজনৈতিক দলের শক্তি বৃদ্ধি ঘটাতে ইংরেজি নববর্ষের প্রথম সোমবারে কলেশ্বরের কলেশনাথ শিব মন্দিরে হাজির হলেন ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমদ রায়।

সোমবার বেলা বারোটা নাগাদ তিনি জানিয়েছেন মুর্শিদাবাদ লাগোয়া বীরভূমের শেষ প্রান্তে জেলার ঐতিহ্যবাহী কলেশ্বরের কলেশনাথ শিবকে এলাকাবাসীর সুস্থতা ও মঙ্গল কামনায় কলেশ্বরের দেবাদিদেব মহাদেব তথা কলেশনাথ শিবকে পূজো দিলেন।

এদিন তিনি ফল, ফুল নৈবেদ্য সাজিয়ে মহাদেবকে গঙ্গা জল ও দুধ দিয়ে স্নান করিয়ে নৈবিদ্যের ভোগ উৎসর্গ করলেন মহাদেব কে। তিনি আরো জানিয়েছেন যে, শুধুমাত্র আজই নয় বছরের বিশেষ বিশেষ দিনের পাশাপাশি বিভিন্ন সোমবারেও কলেশ্বরের কলেশনাথ শিব মন্দির সহ কোটাসুরের মদনেশ্বর শিব মন্দিরেও পুজো দিতে সে সমস্ত মন্দিরে উপস্থিত হন।