অবতক খবর,১২ ফেব্রুয়ারী,মালদা:- প্রত্যেক ভাইকে সমান ভাগ দেওয়া হোক জমির। দুই ভাই পাবে আর দুই ভাই পাবে না কেন? বাবাকে সেই কথা বলাতেই ঘটল বিপত্তি! বাবার ধারালো হাঁসুয়ার কোপে রক্তাক্ত ছেলে। হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মালদার ইংরেজবাজার থানার শোভানগর গ্রাম পঞ্চায়েতের মাদিয়া এলাকার ঘটনা। জানা গেছে মৃতের নাম শেখ শাকিরুল(৩২)। অভিযুক্ত বাবা শেখ তাবরেজ(৫০) এই ঘটনার পর থেকেই পলাতক বাবা।
জানা গেছে শেখ তাবরেজের চার ছেলে। ২ কাঠা জমির ভাগ দুই ছেলের নামে লিখে দেয় বাবা শেখ তাবরেজ। বাবার সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত ছিল সেজো ছেলে শেখ সাকিরুল এবং ছোট ছেলে শেখ দুলাল। বাবার সম্পত্তি বাকি দুই ভাই কেন পাবে না এই কথা বলে প্রতিবাদ করেছিল শেখ সাকিরুল। অভিযোগ এরপরই ধারালো হাসুয়া দিয়ে তার বাবা তার মাথায় আঘাত করে।
রক্তাক্ত অবস্থায় শেখ শাকিরুলকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। আজ মৃতদেহ ময়না তদন্ত করার পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়। এদিকে এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বাবা। এই ঘটনায় মৃত শেখ শাকিরুলের স্ত্রী ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।