অবতক খবর,১৮ নভেম্বর: কাঁচরাপাড়া ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা গুপ্তা সাউ প্রতিবছরের ন্যায় এ বছরও নিজস্ব ওয়ার্ডে ছট্ ব্রতীদের মধ্যে পুজো সামগ্রী বিতরণ করলেন। এদিন পুজোর সামগ্রী বিতরণে তাঁর সাথে উপস্থিত ছিলেন তার ওয়ার্ডের দলীয় কর্মীসহ ওয়ার্ড সেক্রেটারি সীতেশ জয়সওয়াল। প্রতিটি বাড়িতে গিয়ে নিজের হাতে পুজো সামগ্রী গুলি পৌঁছে দিলেন কাউন্সিলর।

এ প্রসঙ্গে কাউন্সিলর সংগীতা গুপ্তা সাউ জানান, তাঁর এই পুজো সামগ্রী বিতরণ এ বছর নতুন নয়,তিনি প্রতিবছরই এই কাজ করে থাকেন। তিনি সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন পাশাপাশি এই ওয়ার্ডের সমস্ত ভাষাভাষীর মানুষেরা সকল উৎসব একসঙ্গে হৈ-হুল্লোর করে পালন করেন। তাঁর এই ক্ষুদ্র প্রয়াসে মানুষের মুখে হাসি ফোটাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত বলে জানান আমাদের। তিনি ছট্ পুজোর শুভেচ্ছা জানালেন সকলকে।