অবতক খবর, সংবাদদাতা :: বাংলা কবিতার আগ্নেয় প্রতিভা কবি কৃষ্ণ বর্মনের দ্বিতীয় কাব্যগ্রন্থ “ফুলকি”একটি আগুনকাব্য উত্তর ২৪ পরগনার শ্যামনগরের রবীন্দ্র ভবনে প্রকাশিত হল ।আন্তর্জাতিক প্রকাশনা সংস্হা প্রতিভাস থেকে প্রকাশিত ছয় ফর্মার এই আগুনকাব্যের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট বাচিক শিল্পী ও আবৃত্তিকার শ্রী কাজল সুর মহাশয়।
পায় পাঁচ শতাধিক দর্শের উপস্হিতিতে এই বই প্রকাশ করে শ্রী কাজল সুর বলেন কবি কৃষ্ণ বর্মন এই সময়ের কবিতার অগ্নিময় উল্কি।এছারাও এই বর্নাঢ্য অনুষ্ঠানে উপস্হিত ছিলেন কবি শশাঙ্ক দাসবৈরাগ্য,কবি ও সম্পাদনা সহযোগী শ্যামলেন্দু চৌধুরি,বাচিক শিল্পী উষশী সেনগুপ্ত ও পীতম ভট্টাচার্য,কবি কেশব রঞ্জন দে ও অন্যান্য বিশিষাট জন।কবি কৃষ্ণ বর্মনের প্রথম কবিতার বই প্রকাশিত হয় ২০১৮ সালে যা এখনও amazon ও flipkart এ পাওয়া যাচ্ছে।”ফুলকি” পাওয়া যাবে প্রতিভাসের দপ্তরে ও বইমেলার ও কলকাতার অন্যান্য স্টলে।
আসুন এবার কবির একটি কবিতাও দেখে নেই ভোট নিয়ে কি বলছেন কবি
সর্বনেশে ভোট……
কৃষ্ণ বর্মন…….
ভোট এসেছে ভোট এসেছে
ভোট যে বড় বালাই
সর্বনেশে ভোটের শেষে
নেপো খাবে মালাই।
ভোটের বাজার বড্ড গরম
তর্কে তাজা সব
রাস্তা ঘাটে অফিস ট্রেনে
হচ্ছে কলরব।
ভোটের অনেক বায়না আছে
আছে অনেক যাদু
ভোটের বাদ্যে মন্ত্র বলে
অপরাধী সাধু।
ঘরে ঘরে ভোটের দাওয়াই
মুখে নকুল দানা
ভোটেরা সব এক পক্ষের
অন্য পক্ষে মানা।
পাওয়ার মিলের ব্যস্ত খবর
ঘরে অনটন
রাজার কানে পৌছায় না
বেকার অনশন।
এখন সবার বুকে দরদ
মুখে প্রেমের বুলি
জনগন জাগলে পরে
উপহারে গুলি।
এখন রাজা সবই দেবে
প্রতিশ্রুতির বলে
ভোট গেলে সব ভুলে যাবে
ভোটাররা সব জলে।
ভোটের জন্যে ভেট হবে
ভাওতা হবে শেষে
ভোটের শেষে বুঝতে পারবে
সে কি সর্বনেশে!