অবতক খবর,১৯ জানুয়ারি,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান:বর্ধমান পূর্ব লোকসভা সাংসদ সুনিল মন্ডলের তত্ত্বাবধানে এবং মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পরিচালনায় আজ শুক্রবার মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির মিটিং হলে প্রতিবন্ধী সনাক্তকরন ও যে সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিবন্ধী সার্টিফিকেট পাই নাই তাদের নাম নথিভুক্ত করার শিবির অনুষ্ঠিত হয় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির মিটিং এর সভাকক্ষে।

বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ সুনীল মণ্ডল ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ জানান এই প্রতিবন্ধী শনাক্তকরণ শিবিরে সংখা বলতে কিছু নেই যারাই এই শিবিরে এসে শনাক্তকরণ ও নাম নথিভুক্ত কররে , তাদের প্রয়োজন অনুযায়ী, হুইলচেয়ার, ক্রাচলাঠি, কানের শব্দযন্ত্র, মোটর চালিত গাড়ি, এই শিবিরে চিকিৎসকরা করে, যে প্রতিবন্ধী মানুষজনদের যেটা প্রয়োজন, সেইসব যন্ত্রপাতি ১৫ দিনের মধ্যে আবার শিপির করে প্রতিবন্ধীদের দেওয়া হাবে জানান সাংসদ সুনীল মণ্ডল ও পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ।

এই শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ সুনীল মণ্ডল, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর বিডিও সঞ্জয় দাস, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ রাকিবুল শাহ, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আতিকুর রহমান শেখ, জনস্বাস্থ্য কর্মদক্ষ হাবিব শেখ, ভাগরা মূল গ্রামের উপপ্রধান তথা মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি কুমারজিত পান, মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম সহ বিভিন্ন মন্তেশ্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান