অবতক খবর,২৯ মার্চঃ আগামীকাল রামনবমী। রাজ্যের বিভিন্ন প্রান্তে রামনবমী উপলক্ষে বিভিন্ন জায়গায় বেরোবে বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রতিবছরের মতো এ বছরও ভাটপাড়া জগদ্দলে রামনবমীর দিন বিশেষ নজর রয়েছে সবার। বলা বাহুল্য এই এলাকায় এলাকায় রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা সকলের নজরে কাড়ে।
রামনবমীর আগের দিন ভাটপাড়া থানায় এসে পৌঁছলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। রামনবমীর দিন কি পরিস্থিতি থাকবে এলাকায় সে বিষয় নিয়েই পুলিশ কমিশনার আজকে আধিকারিকদের সাথে বিশেষ বৈঠক করেন। এমনকি এলাকার বেশ কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ রাস্তা ও ঘুরে দেখেন পুলিশ কমিশনার। তার সাথে ছিলেন ডিসি নর্থ শ্রীহরি পান্ডে, এসিপি জগদ্দল সুব্রত মন্ডল, ভাটপাড়া থানার আধিকারিক অনুপম মন্ডল ও অন্যান্য শীর্ষ পুলিশ আধিকারিকরা। কমিশনার জানান, রামনবমী দিনে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সজাগ রয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। পুলিশের তরফ থেকে নিরাপত্তা নিয়ে যাবতীয় প্রস্তুতি সারা হয়েছে।