অবতক খবর,২৫ মার্চ: প্রতাপাদিত্য রোড ত্রিকোন পার্কে দোল উৎসবে সামিল হলেন দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়
*আজ সবার রঙে রং মেশাতে হবে। নির্বাচন হোক বা নাই হোক।
জনসংযোগ আমার সারা বছরই থাকে, এটা একটা বিশেষ দিন। এই দিনে আমার ছোটবেলার কথা মনে পড়ে নস্টালজিক হয়ে যাই।*
★বিরোধীরা চেষ্টা করছে ভালো প্রার্থী যদি দেওয়া যায়, দিয়ে দেবে।
★উত্তরবঙ্গের মানুষ তাকে গ্রহণ করেনি। তিনি এলাকায় যাননি সংসদ থাকাকালীন। তাই দক্ষিণবঙ্গে আসতে হয়েছে। উনি দাঁড়ালে কর্মীরা কাজ করবে না বলেছে। তাই বিজেপি নেতৃত্ব ঠিক করেছে দক্ষিণ কলকাতায় প্রার্থী করতে।
★ওদের দল মনে করেছে বসিরহাটে উনি প্রার্থী হলে দল জিততে পারবে। দল যাকে মনে করবে তাকেই প্রার্থী করবে সে আমাদের দলে হোক বা বিরোধী দলের সংশোধন বা বিধায়ক হোন বা সাধারণ কর্মী হন।
★সন্দেশখালি তে তো আমরাই এরেস্ট করেছি, সরকার পদক্ষেপ নিয়েছে।