প্রজাতন্ত্র দিবস নাম্বার ৭৪
তমাল সাহা
এক)
উদোম গায়ে গান্ধীজীর শোর্য
সামরিক পোশাকে নেতাজির বীর্য
তোমার কাছে কোনটা বেশি গ্রাহ্য?
দুই)
ছাব্বিশে জানুয়ারি রাতে
সংবিধান আমাকে জানায়—
একে প্রজাতন্ত্র না বলে
ভাততন্ত্র বললেই মানায়!
তিন)
আবাস যোজনা দেখতে বেরিয়েছি
ঘুরি খালধারে রেললাইন পারে।
নিশ্চিন্তে কারা ঘুমিয়ে আছে ঝুপড়ির ভেতরে!
চার)
পাঠ্যপুস্তকের শুরুতে লেখা আছে সংবিধানের প্রস্তাবনা
বই খুলে দেখি দেশ খণ্ড খণ্ড
ইতিহাস লেখা ভুলভাল ঘটনা।
শুধু চিৎকার প্রজাতন্ত্র! প্রজাতন্ত্র!
খিদে শুয়ে আছে পেটে
পাকস্থলী পোড়ে, পোড়ে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র!
পাঁচ)
গণতন্ত্র কোথায়?
নেতাতন্ত্রে ভরে গেছে দেশ।
ভোটের জন্য খয়রাতি চলে
ছড়িয়ে ছিটিয়ে
রক্ত হিংসা হানাহানি ধর্মীয় দ্বেষ!