অবতক খবর,২৪ জানুয়ারি: আসন্ন প্রজাতন্ত্র দিবসের আগে শহরের নিরাপত্তা আরও আটোঁসাঁটো করছে লালবাজার। লালবাজারের তরফে বিশেষ নজরে থাকছে সমগ্র রেড রোড অঞ্চল অর্থাৎ রেড রোডের নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হয়েছে। প্রতি বছরের মত এবছরেও প্রজাতন্ত্র দিবসে রেড রোডে কুচকাওয়াজ হবে। উপস্থিত থাকবেন এখাধিক ভিওআইপি। এই বছরের ক্ষেত্রে রেড রোডে থাকছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তার দায়িত্বে কয়েক হাজার পুলিশকর্মী।
সমগ্র রেড রোডকে ভাগ করা হয়েছে বেশ কয়েকটি জোনে। নজরদারি চালাবে সাদা পোশাকধারী পুলিশ কর্মীরাও। থাকছে একাধিক ওয়াচ টাওয়ার। তবে এবছরে প্রজাতন্ত্র দিবসের আগে থেকেই শহরে পথে নামানো হচ্ছে বাড়তি বাহিনী। এর মূল কারণ – বেশ কয়েক সপ্তাহ আগে ভারতীয় জাদুঘরকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি ইমেল পাঠানো হয়েছিল কলকাতা পুলিশের মেইল আইডিতে। তাই এ বছরে প্রজাতন্ত্র দিবসে বাড়তি নিরাপত্তা থাকবে রেড রোড সহ সমগ্র কলকাতাজুড়ে।
আর প্রজাতন্ত্র দিবসের আগেই আজ ২৪ শে জানুয়ারি রেড রোডের বাড়তি নিরাপত্তা খতিয়ে দেখতে রেড রোডে উপস্থিত হন – কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার একাধিক আধিকারিক, জয়েন সিপি হেডকোয়ার্টার সন্তোষ পান্ডে। উপস্থিত ছিলেন – আইএএস নন্দিনী চক্রবর্তী। এছাড়াও ছিলেন পুলিশের আরও উচ্চ পদস্থ আধিকারিকরা। প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তা খতিয়ে দেখার পাশাপাশি হল কুচকাওয়াজ নিয়ে প্রস্তুতি।