অবতক খবর,২৫ জানুয়ারি,বীরভূমের রামপুরহাট:-প্রচুর পরিমাণে বিষ্ফোরক উদ্ধার হলো রামপুরহাটে। গোপন সুত্রে খবর পেয়ে একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রচুর পরিমাণে বিষ্ফোরক উদ্ধার করল বীরভূমের রামপুরহাট থানার পুলিশ। আজ সকালে ঝাড়খন্ড লাগোয়া বীরভূমের রামপুরহাট থানার হস্তিকান্দা ও মাসরা গ্রামের মাঝে জঙ্গল লাগোয়া একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিষ্ফোরক গুলি উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া বিষ্ফোরক গুলির মধ্যে রয়েছে ৬ হাজার ৪০০ শো পিস জিলেটিন স্টিক রয়েছে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে কে বা কারা কি উদ্যেশ্যে এই বিষ্ফোরক গুলি মজুদ করে রেখেছিল সেই বিষয়টি তদন্ত করছে পুলিশ।
তবে পুলিশের প্রাথমিক অনুমান এলাকার পাথর খাদানে পাথর ফাটানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে এই জিলেটিন স্টিক বিষ্ফোরক গুলি।