অবতক খবর :: মুর্শিদাবাদ :: মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক জোতকমল অঞ্চলের সভাপতি কে বদলি করা নিয়ে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসের।

দুইপক্ষেরএকাধিক তৃণমূল কর্মী আহত হন। জোত কমল অঞ্চলের সভাপতি গঠন ছিল, এবং সেই মোতাবেক অঞ্চলে মিটিং ডাকা হয়েছিল ,সেই মিটিংয়ে তৃণমূল কর্মীরা এসে হাজির হন, এবং যে অঞ্চল সভাপতি কে বাদ দিয়ে নতুন অঞ্চল সভাপতি গঠন করা হচ্ছিল তার ফলে প্রকাশ্যে দুই গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি পরে চেয়ার টেবিল নিয়ে ভাঙচুর হয় ,এবং হাসুয়া নিয়ে হামলা করে তাদের ওপরে বলে অভিযোগ।
একাধিক তৃণমূল কর্মী রক্তাক্ত অবস্থায় আহত হন ।রঘুনাথগঞ্জ থানার পুলিশ কে খবর দেওয়া হয় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের পাঠানো হয় চিকিৎসার জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে।









